কাসুন্দির রেসিপি – Kasundi recipe

কাসুন্দির রেসিপি-Kasundi recipe
কাসুন্দির রেসিপি-Kasundi recipe

কাসুন্দির রেসিপি – Kasundi recipe


ঢাকার রাস্তার পাশে ফেরিওয়ালা মামারা নানারকম টকফলের চাটনি ও মিক্সার বিক্রি করে থাকে। এগুলোর মধ্যে আম মাখা , তেতুল মাখা , জলপাই মাখা , পেয়ারা মাখা , আমড়া মাখা , চালতা মাখা তো সবারই কমবেশি টেস্ট করা হয়ে গিয়েছে।
শুনেছি আজকাল নাকি স্ট্রবেরি মাখা ও পাওয়া যাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে বেশিরভাগ ফেরিওয়ালা এইসব খাবারের মধ্যে যে কমন জিনিস টি দিয়ে থাকেন সেটা হলো ''কাসুন্দি''….আজ আপনাদের জন্য থাকছে সেই মজার কাসুন্দির রেসিপি।

উপকরণ

  • ১/২ কাপ সাদা সরিষা
  • ১/৪ কাপ লাল সরিষা
  • ১ কাপ কাঁচা আম টুকরো করা
  • ৫-৭ টি কাঁচা মরিচ
  • ১ টেবিল চামচ আদা কুচি
  • ১/২ চা চামচ হলুদ গুঁড়া
  • ১ চিমটি আজোয়াইন বা জ়ৈণ (ঐচ্ছিক)
  • ১/৪ কাপ সরিষার তেল
  • ১/৪ কাপ ভিনেগার
  • লবন ও চিনি স্বাদ মতো

এই কাসুন্দি দিয়ে পেয়ারা ভর্তার রেসিপি

  • ১ কাপ পেয়ারা টুকরো করে কাটা
  • ২-৩ টেবিল চামচ কাসুন্দি
  • ১ চা চামচ টালা শুকনা মরিচ হাতে গুঁড়ো করে নেয়া
  • সামান্য লেবুর খোসা কুচি
  • ১ চিমটি বিট লবন

প্রস্তুত প্রণালী

  • উপকরণে লাল-সাদা দুইরকম সরিষার কথা বলা আছে। ছবিতে কাসুন্দির পাশেও দেখা যাচ্ছে। আপনারা চেষ্টা করবেন দুইরকম সরিষাই ব্যবহার করতে। সাদা সরিষা ঝাঁজ কম এটা নিতে হবে কাসুন্দির সুন্দর কালারের জন্য আর লাল সরিষা ঝাঁজ এর জন্য। আপনারা চাইলে দুইটা সমান সমান করেও নিতে পারেন।
  • সরিষা পেস্ট করার আগে কিছুক্ষন পানিতে ভিজিয়ে রেখে ভালোমতো ধুয়ে নিন। তারপর লবন ও কাঁচামরিচ দিয়ে বেটে নিন। লবন ও কাঁচা মরিচ দিয়ে বাটলে বাটার পর সরিষা তেতো হয়ে যায় না। আমি ব্লেন্ডারে সরিষা , কাঁচামরিচ, লবন, চিনি, আম ও আদা কুচি দিয়ে একসাথে ১/২ কাপ পানি দিয়ে পেস্ট করে নিয়েছি।
  • এবার একটা প্যানে অল্প আঁচে তেল দিয়ে গরম করে নিন। চাইলে এক চিমটি আজোয়াইন দিয়ে ফোড়ন দিতে পারেন। না দিলেও কোনো সমস্যা নেই। তেলের মধ্যে হলুদ গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে দিয়ে সরিষার মিশ্রণ ঢেলে ভালো করে নেড়ে মিশিয়ে দিন। তারপর এতে ভিনেগার দিন। ভিনেগার দিতে হবে সংরক্ষণ করতে চাইলে নাহলে বাদ দিতে পারেন। ভিনেগার দিলে এই কাসুন্দি অনেকদিন পর্যন্ত ঘরে রেখে খেতে পারবেন।
  • এবার এই মিশ্রণটিকে অল্প আঁচে ৩ থেকে ৫ মিনিট নেড়েচেড়ে নামিয়ে নিন। নামানোর আগে চেক করে নিবেন যদি লবন চিনি কিছু লাগে তো অ্যাড করে নিবেন। ঠান্ডা হলে একটা কাঁচের বয়ামে ঢেলে রাখুন। তারপর প্রয়োজনমতো বিভিন্ন ফলের সাথে মেখে পরিবেশন করুন।

আমি আপনাদের সুবিধার জন্য এই কাসুন্দি দিয়ে পেয়ারা ভর্তার রেসিপি দিয়ে দিচ্ছি

  • উপরে বর্ণিত সব উপাদান একসাথে মেশালেই মজাদার পেয়ারা মাখা রেডি। এবার আর কথা না বলে টপাটপ মুখে পুরতে থাকুন 🙂 
Exit mobile version