বাটার চিকেন

butter chicken
butter chicken

বাটার চিকেন


ইন্ডিয়ান রেস্তোরায় গেলে সব থেকে বেশি যে খাবারটা অর্ডার করা হয় সেটা হলো বাটার চিকেন। কিন্তু চাইলে খুব সহজে ঘরেও এই বাটার চিকেন বানিয়ে নেয়া যায়। তাই এবারে আপনাদের জন্য রয়েছে রেস্টুরেন্ট স্টাইলে দারুন স্বাদের বাটার চিকেন বা মুর্গ মাখানি রেসিপি। সহজ তিনটি ধাপে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।
বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। ভাত, পোলাও, লুচি, রুটি, পরোটা বা নান যে কোনো কিছুর সাথেই পরিবেশন করা যাবে!

উপকরণ

চিকেন টিক্কা বানাতে যা যা লাগবে:

  • ৩০০ গ্রাম মুরগীর মাংস পাতলা/কিউব করে কাটা( হাড়ছাড়া )
  • ১/২ চা চামচ লবন
  • ১/২ চা চামচ করে আদা ও রসুন বাটা
  • ১/২ চা চামচ করে ধনে ও জিরা গুঁড়া
  • ১/৪ চা চামচ করে হলুদ ও গরম মশলা গুঁড়া
  • ১ চা চামচ লাল মরিচ গুঁড়া
  • ১ টেবিল চামচ লেবু লেবুর রস
  • ২ টেবিল চামচ টকদই
  • ১ চা চামচ তেল বা ঘি

সস বানাতে লাগবে:

  • ৪ টা বড় সাইজের টমেটো
  • ১টা বড় পেঁয়াজ
  • ১৫ টি কাজুবাদাম
  • ২ টেবিলচামচ আদা
  • বড় ৪ কোয়া রসুন
  • ২ টা এলাচ
  • ১/২ টা জয়ত্রী
  • ১/২ কাপ পানি
  • ১ চা চামচ লবন

অন্যান্য:

  • ৩ টেবিলচামচ বাটার
  • ১ চা চামচ আদা মিহি কুচি
  • ২ টা কাঁচামরিচ ফালি
  • ১/৪ চা চামচ দারুচিনি গুঁড়া
  • সামান্য মেথি পাতা শুকনো
  • ৪ টেবিল চামচ হেভি ক্রিম
  • ১ চা চামচ চিনি
  • স্বাদমত লবন

প্রস্তুত প্রণালী

  • প্রথম ধাপে আমাদের চিকেন টিক্কা বানিয়ে নিতে হবে। তাই টুকরো করে কাটা মাংসের সাথে সমস্ত উপকরণ একসাথে মাখিয়ে কমপক্ষে ৩০ মিনিট রেখে দিতে হবে। তারপর মিডিয়াম হয় আঁচে একটা তাওয়াতে অল্প বাটার/ঘি মাখিয়ে মসলামাখানো টুকরোগুলো দিয়ে দুইপাশে হালকা পোড়া পোড়া করে রান্না করে নিতে হবে। হয়ে গেলে যাওয়া থেকে তুলে একটা পাত্রে তুলে রেখে দিতে হবে। আর এটাই হলো আমাদের চিকেন টিক্কা।
  • দ্বিতীয় ধাপে আমরা বাটার চিকেনের স্পেশাল সস টা বানিয়ে নিবো। তারজন্য সস বানানোর সমস্ত উপকরণ একসাথে চুলায় সেদ্ধ করে নিতে হবে। ১৫ মিনিট সেদ্ধ করার পর অল্প ঝোল ঝোল থাকতেই নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর ব্লেন্ডারে একসাথে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট করার পর একটা ছাঁকনি তে করে মিশ্রণ টা একবার ছেঁকে নিবেন। এতে করে ব্লেন্ড করার পরও যেগুলো আঁশ /দানা থেকে যায় সেগুলো আলাদা হয়ে যাবে আর আপনি মসৃন ও মিহি সস টা পাবেন।
  • তৃতীয় ধাপে আমাদের এখন বানিয়ে রাখা চিকেন টিক্কা ও সস টা মেলানোর পালা। এজন্য অল্প আঁচে একটা পাত্রে ৩ টেবিল চামচ বাটার গলিয়ে নিয়ে তাতে আদাকুচি ও কাঁচামরিচ ফালি দিয়ে একটু ভেজে নিতে হবে। তারপর মরিচগুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে নিতে হবে যাতে বাটারের মধ্যে মরিচের লালরং ছড়িয়ে যায়। মরিচ গুঁড়ো আবার যাতে বেশি পুড়ে না যায় তাই চাইলে একটু পানি দিয়ে দিতে পারেন। মরিচের রং ছড়ালে এবার তাতে বানিয়ে রাখা সস দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চিকেন টিক্কা ঢেলে ভালো করে মিশিয়ে নিন।
  • তারপর ঢেকে ৫ মিনিট একটু রান্না করে নিতে হবে যাতে সস ও চিকেন টিক্কা ভালোকরে মাখামাখি হতে পারে। সবশেষে ক্রিম, দারুচিনি গুঁড়া, মেথি, লবন ও চিনি দিয়ে দিতে হবে এবং অল্প আঁচেই ২ মিনিট একটু রান্না করে নামিয়ে ফেলতে হবে। খুব বেশি সময় ধরে রান্না করলে সস বেশি গাঢ় হতে থাকবে ও একসময় শুকিয়ে তেল ছেড়ে দিবে। বাটার চিকেনের ক্ষেত্রে সেটা করা যাবে না। বাটার চিকেনে গাঢ় গা মাখা একটা গ্রেভি থাকবে কিন্তু তেল উপরে ভাসবে না।
  • সারভিং ডিশে ঢেলে গরম গরম পরিবেশন করুন, চাইলে উপর দিয়ে একটু ক্রিম ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন সাজানোর জন্য।

টিপস:

  • যদি ঘরে ক্রিম না থাকে বা কিনতে না চান তাহলে ১/৪ কাপ দুধের সরের সাথে ২ টেবিলচামচ ঠান্ডা দুধ একসাথে মিহিকরে ব্লেন্ড করে নিন। আর এটাই হলো ঘরে বানানো হেভি যা আপনি এই রান্নাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন।
Exit mobile version