হোমমেড মেয়োনিজ রেসিপি

homemade mayonnaise recipe
homemade mayonnaise recipe
DMCA.com Protection Status

হোমমেড মেয়োনিজ রেসিপি


Get it on Google Play
এই মজাদার ও সহজ হোমমেড মেয়োনিজ তৈরি করতে আপনার খুব সাধারণ কিছু উপাদানের প্রয়োজন হবে!
যেটা আপনি নানারকম স্যান্ডউইচ , চিকেন সালাদ, ডিমের সালাদ, বার্গার ইত্যাদি তৈরিতে ব্যবহার করতে পারেন।
আর বাড়িতে তৈরী এই মেয়োনিজ এতটাই সুস্বাদু যে আপনি দোকান থেকে আর কিনতে চাইবেন না।

উপকরণ

  • ১ টা ডিম ছোট
  • ২০০ মিলি সয়াবিন তেল
  • ১ টেবিলচামচ গুঁড়ো দুধ
  • ১/৪ চামচ লবন
  • ১/৪ চামচ চিনি
  • ১/৪ চা চামচ রসুন গুঁড়া (ঐচ্ছিক)
  • ১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো (ঐচ্ছিক)
  • ১/২ টেবিল চামচ লেবুর রস

প্রস্তুত প্রণালী

  • ব্লেন্ডারের জারে ১০০ মিলি তেল ও বাকি সমস্ত উপকরণ দিয়ে একসাথে মিনিট খানেক ব্লেন্ড করে নিন। তাপর বাকি তেলটা অল্প অল্প করে ৩ থেকে ৪ বারে এই মিশ্রনের মধ্যে দিতে থাকুন এবং একসাথে ব্লেন্ড করে নিন। বড়জোর আরো ২ মিনিট লাগবে…আর এরইমাঝে মিশ্রণটি থকথকে সাদা মেয়োনিজে রূপান্তরিত হবে।
  • তারপর ব্লেন্ডার থেকে ছোট কাঁচের বয়ামে ঢেলে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে ৭ দিন পর্যন্ত রেখে খেতে পারবেন।
Get it on Google Play