দারুন মজার চিকেন ভর্তা

chicken vorta
chicken vorta
DMCA.com Protection Status

দারুন মজার চিকেন ভর্তা


Get it on Google Play
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলার খাবারের সুখ্যাতি তো আমাদের সবার জানা। ওখানকার খাবারগুলো সবই স্পেশাল।..তারমধ্যে এই চিকেন ভর্তা তো খুবই জনপ্রিয়।
চলুন আজকে সেই ভর্তাটির রেসিপি জেনে নেয়া যাক।

উপকরণ

  • ৩০০ গ্রাম মুরগির মাংস
  • ১/২ চা চামচ আদা-রসুন বাটা
  • ১/২ কাপ পেঁয়াজ কুচি করে কাটা
  • ১/২ চা চামচ জিরা গুঁড়া
  • ১/২ চা চামচ ধনে গুঁড়া
  • ১/২ চা চামচ মরিচ গুঁড়া
  • ১/২ চা চামচ লবন, হলুদ ও মরিচ গুঁড়া
  • ১ টেবিল চামচ তেল
  • স্বাদমতো লবন

ভর্তা মাখাতে লাগবে …

  • ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি করে কাটা
  • ২ টেবিল চামচ ধনেপাতা কুচি করে কাটা
  • ২ টি শুকনামরিচ ভাজা
  • ১ টেবিল চামচ সরিষার তেল
  • ১ চা চামচ ও লবন লেবু লেবুর রস

প্রস্তুত প্রণালী

  • মাংসের সাথে সব উপকরণ দিয়ে একসাথে মেখে ঢেকে চুলায় বসিয়ে দিন। মাংস থেকে বের হওয়া পানিতে শুকনা শুকনা করে সেদ্ধ করে নিতে হবে।
  • এখন এই রান্না করা মাংস দিয়ে আপনি দুইভাবে ভর্তা বানাতে পারেন। এক, মাংসের টুকরোগুলো হাত দিয়ে চটকে নিতে পারেন…..দুই, ব্লেন্ডারে বা পাটায় পিষে নিতে পারেন। এতে করে একই ভর্তার দুইরকম স্বাদ পাওয়া যাবে।
  • এবারে ভর্তা মাখানোর পালা। একটা প্লেটে পেঁয়াজ কুচি, লবন ও শুকনা মরিচ একসাথে ভালো করে গুঁড়ো করে নিন। তারপর হাতে চটকানো বা বেটে নেয়া মাংস দিয়ে একসাথে মাখিয়ে নিন।

সবশেষে ধনেপাতা, লেবুর রস ও সরিষার তেল দিয়ে মেখে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।

    Get it on Google Play