ছুটির দিন স্পেশাল ”মোরগ পোলাও ” রেসিপি

ছুটির দিন স্পেশাল ”মোরগ পোলাও ” রেসিপি
ছুটির দিন স্পেশাল ”মোরগ পোলাও ” রেসিপি
DMCA.com Protection Status

ছুটির দিন স্পেশাল ”মোরগ পোলাও ” রেসিপি


Get it on Google Play
 ছুটির দিনগুলোতে পরিবারের সবার যেমন আবদার থাকে স্পেশাল কিছু খাওয়ার তেমনি গিন্নিমায়ের ও ইচ্ছে করে রান্না করার। কিন্তু আমরা যারা চাকরিজীবী আছি তাদের’ও তো এটা ছুটির দিন।
তাই স্পেশাল খাবারের চক্করে সারাদিন রান্নাঘরে কাটাতেও মন চায় না। তাদের জন্য এই মোরগ পোলাও টাই মনে হয় এক ঢিলে দুই পাখি মারার মতো….স্পেশাল খাবার হলো….খাটনিও কম তাই আজ আপনাদের জন্য থাকছে ঝটপট তৈরি করা যায় এমন একটি মোরগ পোলাও এর রেসিপি ।
ঘরে পোলাও এর চাল আর মুরগি থাকলেই যথেষ্ট। বাকি উপকরন সবসময় সবার ঘরেই থাকে। চলুন দেখে নেই……।

উপকরণ

  • ৩ কাপ পোলাও চাল
  • ৬ কাপ পানি
  • ১/২ কাপ গুড়া দুধ ( গুঁড়া দুধ না দিলে ৫ কাপ পানি র ১ কাপ তরল দুধ দিবেন )
  • ১০-১২ টি কাঁচামরিচ
  • ১ টি তেজপাতা
  • ২ টুকরা দারচিনি ছোট
  • ২ টি এলাচ
  • ১/৪ চামচ জিরা আস্ত
  • ১ টে চামচ চিনি
  • ১ চা চামচ লেবুর রস
  • ১ মুঠো পেঁয়াজ বেরেস্তা
  • স্বাদমত লবন
  • সামান্য কেওড়া জল ঐচ্ছিক

মাংসের জন্য লাগবে :

  • ৮-১০ পিস মুরগীর মাংস (আমি ৩টা থাইসহ চিকেন লেগ নিয়েছি)
  • ১ কাপ মিষ্টি দই
  • ১ টি পেঁয়াজ কুচি (মাঝারি)
  • ৩ টে চামচ আদা বাটা
  • ৫ টে চামচ পেয়াজ বাটা
  • ২ টে চামচ রসুন বাটা
  • ২ চা চামচ কাঁচামরিচ বাটা
  • ১/২ চা চামচ গরম মশলা গুড়া
  • ১/৩ কাপ ঘি
  • ১/৩ কাপ তেল
  • *( আমি সাথে ২ টা সেদ্ধ ডিম দিয়েছিলাম। আপনারা চাইলে দিতে পারেন )

প্রস্তুত প্রণালী

  • আপনি আপনার পছন্দ মতো মাংস কেটে নিতে পারেন। চাইলে ছোট করে কেটে বা বড় বড় পিস্ ও রাখতে পারেন। প্রথমে মাংস টাকে ১ চামচ করে আদা, রসুন, পেঁয়াজ ও কাঁচামরিচ বাটা, দই , লেবুর রস এবং পরিমান মত লবন দিয়ে কমপক্ষে ১০-১৫ মিনিত মেখে রাখুন। বাকিটা আমরা পরে দিবো। সাথে একটা বাটিতে চাল ও ৪ কাপ পানিতে ভিজিয়ে রাখুন মোটামুটি ২৫ থেকে ৩০ মিনিটের জন্য। পরে পানি ঝরিয়ে রাখবেন। চাল যদি ভিজিয়ে রাখেন তাতে সুবিধা হলো রান্নার পর ভাত গুলা লম্বা ও ঝরঝরা হয়। ঘি ও তেল একসাথে গুলিয়ে রাখুন।
  • কড়াইতে তেল ও ঘিয়ের মিশ্রণ অর্ধেকটা গরম করে তাতে পেঁয়াজকুচি দিয়ে সোনালী করে ভেজে নিন তারপর এতে বাকি যে বাটা ও গুড়া মশলা ছিল তা দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলা থেকে তেল বের হয়ে গেলে এতে মাংস দিয়ে আবার কষান ৪-৫ মিনিট । এই সময়েই মাংস থেকে বের হওয়া পানিতেই মাংস অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। তারপর এক কাপ পানি দিয়ে আঁচ মাঝারি করে ঢেকে দিন। পানি শুকিয়ে ঝোল গাঢ় ও তেল উপরে উঠলে নামিয়ে নিতে হবে। যদি ডিম দিতে চান তো মাংস নামানোর মিনিট দুয়েক আগে দিলেই চলবে।
    ছুটির দিন স্পেশাল ”মোরগ পোলাও ” রেসিপি-মাংস কষানো
  • মাংস হতে থাক এই ফাঁকে চাল টা ভুনে নিন। হাড়িতে ঘি+তেলের বাকি মিশ্রন দিয়ে তাতে জিরা, তেজপাতা ও বাকি গোটা গরম মশলা ফোঁড়ন দিয়ে চাল যোগ করুন। তারপর মিনিট ২-৩ ধরে ভুনে পানি, গুড়া দুধ ও লবন দিন। পানিটা আগে থেকে গরম করা থাকলে ভালো হয়। বলোক আসার আগে পর্যন্ত চাল চামচ দিয়ে ধীরে ধীরে নাড়তে থাকুন তাহলে তেল ও ঘি চালের সাথে মিশে যাবে। চাল আধফোটা হলে লবন চেক করে নিন। যদি এই পর্যায়ে লবন ঠিক থাকে তাহলে রান্নার পর আলুনি লাগবে। তাই এই পর্যায়ে লবণতা চড়া হলে রান্নার পর দেখবেন পারফেক্ট লবন হয়েছে।
    ছুটির দিন স্পেশাল ”মোরগ পোলাও ” রেসিপি-চালটাকে ভুনা।
  • চাল যখন ৮০ % সেদ্ধ হয়ে যাবে ও পানি টেনে আসবে তখন এর উপর দিয়ে কাঁচামরিচ, বেরেস্তা, ও ঝোলসহ মাংস ঢেলে সমান করে বিছিয়ে দিন। চাইলে কয়েকটা কাজু বাদাম ও কেওড়া জল দিতে পারেন। তারপর আঁচ একদম ঢিমে করে দিয়ে ভালকরে ঢেকে দমে দিয়ে দিন দিন। ২০ মিনিট পর ঢাকনা খুলে লেবুর রস ছড়িয়ে সবকিছু হাল্কা করে মিশিয়ে নামিয়ে নিন। সালাদ দিয়ে গরম গরম পরিবেশন করুন। আমি সাথে ঘরে পাতা মিষ্টি দই ও রুই মাছের কাবাব দিয়ে পরিবেশন করেছিলাম।
  • ঘরেপাতা দই এর রেসিপি দেখতে এখানে ক্লিক করুন 
    ঘরেপাতা দইবীজ দিয়ে পারফেক্ট মিষ্টিদই - সবরকম টিপস সহ রেসিপি _ Mishti doi Recipe, Dahi, Sweet Yogurt_oven hit kore doi
Get it on Google Play