ইয়োগার্ট চাটনী রেসিপি – Yogurt Chatni

ইয়োগার্ট চাটনী
ইয়োগার্ট চাটনী
DMCA.com Protection Status

ইয়োগার্ট চাটনী রেসিপি – Yogurt Chatni


Get it on Google Play
আমি যখন ঘরে কোনো কাবাব আইটেম তৈরি করি তার সাথে অবশ্যই ওনিয়ন সালাদ আর ইয়োগার্ট চাটনী দিয়ে পরিবেশন করি।
বিভিন্ন রেস্টুরেন্ট গুলোতেও কিন্তু কাবাবের সাথে এভাবেই সালাদ ও চাটনী সার্ভ করা হয়। এই চাটনী খেতে যেমন মজার তেমনি হজমের জন্যও বেশ উপকারী। কাবাবের সাথে ঝাল ঝাল আবার হালকা টক-মিষ্টি ইয়োগার্ট চাটনী খুবই দারুন ভাবে মানায়।
একদম সহজ ও সাধারণভাবে বানানো যায় এই মজার ইয়োগার্ট চাটনী।

উপকরণ

  • ১ কাপ টকদই ( অবশ্যই দই থেকে পানি ঝরিয়ে নিতে হবে )
  • ১/৪ কাপ তেঁতুলের রস
  • ১/২ চা চামচ বিটলবণ
  • ২/৩ টি কাঁচা মরিচ
  • ১ মুঠো ধনিয়া পাতা বা পুদিনা পাতা
  • ২ চা চামচ চিনি
  • স্বাদ মতো লবন

প্রস্তুত প্রণালী

  • কাঁচামরিচ ও ধনেপাতা ১/৪ কাপ পানিতে ভালো করে পেস্ট করে নিন। তারপর চায়ের ছাঁকনিতে করে পানিটা চেপে চেপে ছেঁকে নিয়ে আঁশগুলো ফেলে দিন।
  • এবার একটা বাটিতে এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিলেই ঝাল ঝাল ইয়োগার্ট চাটনি তৈরী। পছন্দের স্ন্যাকসের সাথে পরিবেশন করুন। 
Get it on Google Play